ফের নারী উপস্থাপিকা আফগান টিভিতে

আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২১, ০৩:৫৫ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন টোলো টিভির মর্নিং শোয়ে ফের নারী উপস্থাপিকা দেখা গেছে।

টোলো টিভি সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল টোলো টিভি ফের নারী উপস্থাপিকার অংশগ্রহণে মর্নিং শো সম্প্রচার শুরু করেছে।

এমওবিওয়াই গ্রুপের পরিচালক সাদ মোহসেনি টুইটারে এ সংক্রান্ত দুটি ছবি পোস্ট করেছেন। এমওবিওয়াই গ্রুপ টোলো চ্যানেল পরিচালনা করে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের কাজে অংশ নিতে দেবে কিনা এমন শঙ্কার মধ্যে টোলো চ্যানেল সাহসী এ পদক্ষেপ নিল।

অতীতে তালেবান টোলো টিভিকে প্রোপাগান্ডা নেটওয়ার্ক হিসেবে অভিহিত করেছিল।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় ৩০ আগস্ট। এ প্রক্রিয়ার মধ্যেই তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।