ঢাকাঃ মহামারী করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব আজ ক্ষতিগ্রস্থ। বিশ্বে স্বজনের আহাজারি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ হাজার ৬'শ ৪১ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ৬ লাখ ৮৬ হাজার ১৬ জন আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪'শ ৪৩ জনের। এছাড়া শনাক্ত হয়েছিল সাড়ে চার লাখের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭৯ লাখ ৯'শ জনে। আর মৃত্যুর সংখ্যা ৪৫ লাখ ২৩ হাজার ৬'শ ৯৪ জনে পৌঁছেছে। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৭'শ ৮ জনের। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৬ হাজার ৩'শ ৯৩ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮'শ ২০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৮ হাজার ৫'শ ৯২ জন। সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ৭ লাখ ৫২ হাজার ২৮১ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৬৪৩ জন। সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।