ঢাকাঃ টিকার কৌটায় দূষিত পদার্থ থাকার কারণে টোকিও’র কাছাকাছি প্রদেশ গুনমা এবং দক্ষিণের ওকিনা থেকে মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল করেছে জাপান।
দূষণের বিষয়টি স্বীকার করে জাপানের স্বাস্থ্যমন্ত্রী গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কৌটায় টিকাগুলো দূষিত হয়েছে। এছাড়াও রাবার মোড়ানো অংশেও কোনো সমস্যা থাকতে পারে। এ নিয়ে দেশটিতে মোট ২৬ লাখ মডার্নার টিকা বাতিল করা হয়েছে।
সম্প্রতি মডার্নার টিকা প্রয়োগ করার পর দুইজন মৃত্যুবরণ করেন। কিন্তু মৃত্যুর কারণ পরীক্ষা-নিরীক্ষার পরই ১৬ লাখ টিকা বাতিল করা হয়।
উল্লেখ্য, চলতি মাসে জাপানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশটিতে প্রতিদিন নতুন করে ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।