ঢাকাঃ তালেবান আফগানিস্তান দখল নেওয়ার ১০ দিনের মাথায় প্রথমবারের মত আফগান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলায় চালিয়ে ২-৩ জন আক্রমণকারীকে হত্যা করেছেন। তবে আল জাজিরা পাক সেনাবাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। কারণ, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের এই ‘বাজাউর’ এলাকায় সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীরা প্রবেশ করতে পারে না।
পাকিস্তানের বাজাউর হলো চরম অরাজকতাপূর্ণ একটি জেলা। এই অঞ্চলে পাকিস্তানের তালেবান যেটা তেহরিক-ই তালেবান (টিটিপি) নামে পরিচিত তারা বসবাস করে। পাকিস্তান বংশদ্ভূত এই তালেবান প্রায়ই পাকিস্তানের সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী (তালেবান) আফগান সীমান্ত ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেবে না।