ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৬, ২০২১, ১২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ভেনেজুয়েলায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন এবং ১২শ’র বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মোকোতিয়েস উপত্যকায়। উপত্যকাটির অবস্থান দেশটির পশ্চিমাঞ্চলে মেরিদা রাজ্যে। বুধবার মেরিদার বর্তমান ক্ষমতাসীন দল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানায়, বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, এখনও বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কিছু এলাকায়।