বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১১, ২০২১, ১০:২০ এএম

ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৫০৬ জন।

বুধবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।