হামাসকে জড়িয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর অপপ্রচার, ক্ষুব্ধ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক জুন ৩, ২০২১, ১১:০০ এএম

ঢাকাঃ পাকিস্তানি ছবি দিয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট হামাসের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটাকে গাজায় হামাসের ঘাঁটি হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দ্রুত ঐ ছবি প্রত্যাহারের দাবি জানিয়ে পাকিস্তানের সরকারের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী বলেছেন, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। জনমতকে বিভ্রান্ত করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে। মূলত প্রকাশিত ছবিটি ইসলামাবাদের শেফা হাসপাতালের। এটি দ্রুত সরিয়ে নিতে হবে।

এর আগে, সম্প্রতি নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে লিখেছেন- এটি হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র এবং সবচেয়ে বড় ঘাঁটি।তবে টুইটার ব্যবহারকারীরা খুব সহজেই ইসরায়েলি নেতার মিথ্যাচার ধরে ফেলেন এবং তাকে দখলদার মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেন। এরপর পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো।