জো বাইডেনের শাসনামলে শান্ত থাকবে না মধ্যপ্রাচ্য: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক মে ৩০, ২০২১, ০৯:৪৫ এএম

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না, বলেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জেনারেল সালামি শনিবার তেহরানে বলেন, আমেরিকার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে তোলা এবং হোয়াইট হাউজে জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, আমেরিকার লক্ষ্য ও নীতিতে পরিবর্তন আসবে না বরং নীতি বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে এসব দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়া আমেরিকার আরেকটি বড় দুরভিসন্ধি বলে উল্লেখ করেন জেনারেল সালামি।

তিনি বলেন, মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কবজা করার জন্যও আমেরিকা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।