নির্বাচনে জালিয়াতির অভিযোগে সুচির দলের নিবন্ধন বাতিল করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক মে ২২, ২০২১, ০৯:৫০ এএম

ঢাকাঃ মিয়ানমারের সামরিক সরকার দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নিবন্ধন নির্বাচনে জালিয়াতির অভিযোগে বাতিলের জন্য নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে।

এ বিষয়ে সেনা সরকার সমর্থিত ইউনিয়ন নির্বাচন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সোয় জানান, নভেম্বরে এনএলডি পরিচালিত নির্বাচনে জালিয়াতি হয়েছে। তাদের সরকার অবৈধ ছিল। সুতরাং আমাদের দলটির নিবন্ধন বিলুপ্ত করতে হবে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, নভেম্বরের নির্বাচনে জালিয়াতির জন্য দলটির নিবন্ধন বাতিল হতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বৈঠকে এনএলডিসহ অনেক দল এ সিদ্ধান্ত বর্জন করেছে।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময় সামরিক শাসনবিরোধী নেতাদের নিয়ে এনএলডি গঠিত হয়েছিল। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই দলটি জয়ী হয়েছে।