আমাকেও গ্রেফতার করুনঃ সিবিআই দপ্তরে মমতা

আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০২১, ০২:১৯ পিএম

ঢাকাঃ চাঞ্চল্যকর নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে নিয়ে যাওয়া হয় সিবিআই দফতরে। এরপর নিয়ে যাওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হলো। পরে গ্রেফতার দেখানো হয় নারদ মামলায়।

এরই মধ্যে নিজাম প্যালেসে পৌঁছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এই চত্বরেই বসে থাকবো। কার অর্ডারে আপনারা এই কাজ করছেন। কোন নিয়মে এই গ্রেফতার, না জেনে কোথাও যাব না। আমাকে আইন শিখিয়ে লাভ নেই।’ অর্থাৎ গ্রেফতারির আইনসঙ্গত উত্তর না পেলে অবস্থানেই থাকছেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে। সবশেষ প্রাপ্ত খবর পর্যন্ত, গ্রেফতার হওয়া বিধায়ক মন্ত্রীদের আইনজীবীরাও রয়েছেন নিজাম প্যালেসে।

স্পিকারের অনুমতি নেই, লকডাউনের মধ্যে তারপরেও নজিরবীহিনভাবে বাড়িতে ঢুকে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়দের। গ্রেফতারির অনিয়ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়েই বলছেন, তাঁকেও গ্রেফতার করা হোক। এমনই দাবি পুরসভার কো-অর্ডিনেটার তথা আইনজীবী অনিন্দ্য রাউতের। অনিন্দ্য রাউতের বক্তব্য কোনও রকম সরকারি অনুমোদন ছাড়াই এই গ্রেফতারি হয়েছে, মুখ্যমন্ত্রী তাই বলছেন, তাঁকেও গ্রেফতার করা হোক।

রাজ্যের মন্ত্রীরা নারদাকাণ্ডে নজিরবিহীন ভাবে গ্রেফতার হয়েছেন। খবর পেয়েই এদিন কালীঘাটের বাড়ি থেকে নিজাম প্যালেসে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।