ভারতে একটি হাসপাতালের আগুনে ১৮ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক মে ১, ২০২১, ০৯:৫২ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ গভীর রাতে ভারতে আবারও করোনাভাইরাসের হাসপাতালে  ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতের পর গুজরাট ভাইরুচের একটি বেসরকারি করোনাভাইরাস হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ রোগীর চিকিৎসা চলছিল। সেখানে ২৪ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয়রা কয়েকজন রোগীকে উদ্ধার করেন। তারইমধ্যে ঘটনাস্থলে আসে দমকল। আরও কয়েকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। 

শনিবার (১ মে) সকালে এক পুলিশ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরেই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল।

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে একাধিকবার গুজরাটের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।  

আগামীনিউজ/সোহেল