দিনরাত জ্বলছে চিতা, ঘণ্টায় ১২ মৃত্যু দিল্লিতে

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৫, ২০২১, ১০:০১ পিএম
ছবিঃ সংগ্রহীত

ঢাকাঃ দিল্লিতে কোভিড-১৯ রোগীদের মৃত্যুর মিছিল অব্যাহত। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে ১২ জনেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে। দিল্লির করোনা পরিস্থিতি যে কতটা সঙ্গীন, তা বোঝা যাচ্ছে আরও একটি তথ্যে।

গত সপ্তাহে ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে ঘণ্টায় গড়ে ৫ জন করে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। তবে চলতি সপ্তাহে সে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে। এই সংখ্যা প্রকাশ হওয়ার দিন ভারতে মৃত্যু হয়েছে রেকর্ড ২৭৬৭ জন রোগীর।

রোববার দিল্লির রাজ্য সরকার জানিয়েছে যে, সোমবার থেকে শনিবার অর্থাৎ ১৯ থেকে ২৪ এপ্রিল প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭৭ জন করোনা রোগী। অর্থাৎ ঘণ্টাপ্রতি গড়ে ১২ জনেরও বেশি করোনায় আক্রান্ত রোগী মারা গেছে দিল্লিতে।

অন্য দিকে, গত সপ্তাহে ১২ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দিল্লিতে ৬৭৭ জনের মৃত্যুর হিসাব নথিবদ্ধ করা হয়েছিল। প্রতি ঘণ্টার হিসাবে যা গড়ে ১০ জনের বেশি। ভারতজুড়ে করোনার প্রকোপে দিল্লির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক হাসপাতাল রোগী নিচ্ছে না।

অনেকে প্রিয়জনের মরদেহ দাহ করার জন্য শ্মশানে এক টুকরো জায়গাও পাচ্ছেন না। করোনায় মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চাপ পড়েছে শ্মশান ও কবরস্থানগুলোর ওপর। দিনরাত মরদেহ পুড়িয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না শ্মশানগুলো।
ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, গুজরাটসহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। এতে করে দিল্লির স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

কোভিড আক্রান্ত রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। করোনার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হাহাকার। এই আবহে গত ২৪ ঘণ্টায় রাজধানী শহরটিতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

দিল্লিতে কত দ্রুতগতিতে মৃত্যুর মিছিল বাড়ছে এক পরিসংখ্যানের দিকে তাকালে তা স্পষ্ট হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, সোমবার দিল্লিতে ২৪০ জন কোভিড রোগী মারা গেছে। অর্থাৎ গড়ে ঘণ্টাপ্রতি ওইদিন সংখ্যাটা ছিল ১০ জন। 

তবে পরের দিন মঙ্গলবার তা বেড়ে হয় ২৭৭। বুধবার এবং বৃহস্পতি যথাক্রমে ২৪৯ ও ৩০০ জনের মৃত্যু হয়। শুক্রবার এবং শনিবার তা বেড়ে ৩৪৫ জনে গিয়ে ঠেকে। শনিবার মোট মৃত্যু হয় ৩৫৭ জনের। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল।

দিল্লিতে মৃ্ত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক করোনা সংক্রমণের লাগামও টানা যাচ্ছে না। চলতি সপ্তাহে দিল্লিতে পজিটিভিটি রেট অর্থাৎ করোনার নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ হওয়ার হার ২৬.১২ থেকে ৩২.২৭ শতাংশে গিয়ে পৌঁছেছে।

আগামীনিউজ/প্রভাত