মিয়ানমারে ফের পুলিশের গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৩, ২০২১, ০৭:১৯ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হলো।

নতুন নিহতদের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী মান্দালয়ে ২ জন, মধ্যাঞ্চলীয় পিয়ায়ি শহরে একজন এবং বৃহত্তম শহর ইয়াঙ্গুনের থারকেটায় পুলিশ স্টেশনের বাইরে গুলিবর্ষণে ২ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে চলছে জান্তাবিরোধী বিক্ষোভ। সেনা অভ্যুত্থানের অবসান এবং দেশটির নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে।

আগামীনিউজ/নাসির