ঢাকাঃ বিশ্বে এ পর্যন্ত করোনায় ২৪ লাখ ৭২ হাজার ৩৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৯৪১ জনে। তাদের মধ্যে ৮ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
নিয়মিত করোনার আপডেট দেয়া মার্কিন পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার রোববার এ তথ্য জানিয়েছে।
করোনা মহামারীতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশী ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৪৭৩ জন। মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৮৭৫ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯১ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৩৩৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ১৪৮ জন। মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৬ জন।
আগামীনিউজ/এসডি