ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২১, ০১:২৩ পিএম
সংগৃহীত

ঢাকাঃ পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা।দখল-নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল বের করলে তারা এ হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও নির্বিচারে লাঠিচার্জ করে ইসরাইলি বাহিনী। 

পশ্চিমতীরে একের পর এক ফিলিস্তিনি গ্রাম জবরদখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। হাজার হাজার ফিলিস্তিনি এতে অংশ নেন।  এ সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেটের পাশাপাশি তাজা বুলেটও ব্যবহার করে। এর বিপরীতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে ফিলিস্তিনিরা। 

উল্লেখ্য, ১৯৬৭ সালে মাত্র ৬ দিনের যুদ্ধে সম্মিলিত আরব বাহিনীকে পরাজিত করার পর থেকে ইসরাইল একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদি বসতি স্থাপন করে আসছে। 

আগামীনিউজ/এসডি