ঢাকাঃ মিয়ানমারের রাজধানী নেপিডোতে সামরিক অভ্যুত্থানবিরোধী এক নারী বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ চলাকালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।শুক্রবার তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেটির চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নারীর নাম মিয়া থতে থতে খাইং।তিনিই মিয়ানমারের সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রথম প্রাণ হারালেন। দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জলকামান ব্যবহার, রাবার বুলেট ও গুলি ছোড়াসহ বিভিন্ন পন্থায় বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগামীনিউজ/সুশীল