এনএলডির শীর্ষ ছয় নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১২, ২০২১, ১২:৫২ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বন্দি নেত্রী অং সান সু চির দল এনএলডির আরও ৬ জন শীর্ষ নেতাকে নৈশ অভিযানে গ্রেপ্তার করেছে সামরিক জান্তা সরকার।  খবর গার্ডিয়ানের। 

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতের ওই অভিযানে আটককৃতদের প্রায় সবাই সু চি'র ঘনিষ্ঠ। একইদিন, ইয়াঙ্গুনের বাহান শহরতলী এলাকায় অভিযান চালিয়ে তছনছ করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদর দপ্তর।

একজন হলেন সু চির ঘনিষ্ঠ সহকারী উ কাউ টিন্ত সোয়ে। তিনি সু চি সরকারে প্রতিমন্ত্রী ছিলেন। অপরজন ড. মিয়ো অং। অভ্যুত্থানের নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দেয়ার পর রাতেই বাসবভন থেকে গ্রেপ্তার হন তিনি।

অন্যান্যরা হলেন মিয়ানমারের মন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. আয়ে জান, রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী উ নি পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উ হুতুন হুতুন হেইন এবং এনএলডির আইনি দলের পরামর্শক উ কাও হো।

আগামীনিউজ/এএইচ