মিয়ানমারে সেনা অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২১, ১০:৪৬ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, সোমবার সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। 

নির্বাচনে জালিয়াতির অভিযোগ সেনাবাহিনীর

গত ৮ নভেম্বরের নির্বাচনে এনএলডি পার্টি ৮৩% আসন পায় যাকে সু চির বেসামরিক সরকারের প্রতি সর্বসাধারণের অনুমোদন হিসেবেই দেখা হচ্ছে।

২০১১ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর এটি দ্বিতীয় বার নির্বাচন ছিল মাত্র। তবে সামরিক বাহিনী নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করেছে। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং ইলেক্টোরাল কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সম্প্রতি সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর থেকে সামরিক অভ্যুত্থানের শঙ্কা দেখা দিয়েছিল। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

এক বছরের জরুরি অবস্থা জারি

মিলিটারি টিভি নিশ্চিত করে, আজ সকালে অং সান সু চিকে গ্রেফতারের পর দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার ইন চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের সর্বশেষ

মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।

বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর এই অভ্যুত্থান ঘটল। সূত্র : বিবিসি

আগামীনিউজ/এএইচ