ক্যামেরুনে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৯, ২০২১, ১২:০৬ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বুধবার গভীর রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে দুটি যানেই আগুন ধরে যায়।

এ ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন এবং আরও ২৯ জন গুরুতর আহত হয়েছেন। খবর সিএনএনের।

বুধবার দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ওয়েস্ট পশ্চিমাঞ্চলীয় গভর্নর ফঙ্কা অগাস্টিন এ তথ্য জানিয়েছেন।

গভর্নর জানিয়েছেন, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। আহত ২৯ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

তিনি জানান, স্থানীয় বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৭০ আসনের বাসটির সঙ্গে ট্যাংকারটির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্যাংকারটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত যাত্রীদের দেহ এমনভাবে দগ্ধ হয়েছে যে, তাদের কারও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি।

আগামীনিউজ/এএইচ