ঢাকাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন বিজয়ী হলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রতিনিয়ত বাড়ছে জটিলতা। মার্কিন প্রশাসনে চলমান সঙ্কটের প্রভাব পড়েছে করোনা মোকাবিলাতেও।
নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন এবং ট্রাম্পের সমন্বয়ের অভাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির রোগ সংক্রামক বিশেষজ্ঞরা।
নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রধান উপদেষ্টা রোববার (১৫ নভেম্বর) জানান, ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঝামেলা করায় মহামারি এবং ভ্যাকসিন বিতরণের পরিকল্পনায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বাইডেনের চলা দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। রোববার (১৫ নভেম্বর) আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ১০ লাখ।
সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে ইতিমধ্যে আমেরিকার হাসপাতালগুলোতে গত কয়েক দশকের মধ্যে সবেচেয়ে বেশি রোগীর চাপ। এতে অনেকেটাই দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ।
মার্কিন রোগ বিশেষজ্ঞরা বলছেন, দু’পক্ষের ক্ষমতার টানাটানিতে আমেরিকানদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ ডা. অ্যান্থোনি ফাউসি বলছেন, তার ৩৬ বছরের চাকরির জীবনে একাধিক প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর দেখেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতির মতো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ফাউসি জানান, ‘আপনি যখন কোনো বিষয়ে কাজ শুরু করবেন, তখন এর ফলও পেতে শুরু করবেন।
এদিকে, সদ্য দায়িত্ব পাওয়া বাইডেনের উপদেষ্টা ক্লাইন বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে।
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ঘোষণা দিয়েছে তাদের উদ্ভাবিত কোভিডের ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। প্রতিষ্ঠানটির ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের এফডিএ জরুরি ব্যবহার অনুমোদনের অপেক্ষায় আছে। তবে অধিক কার্যকারিতার জন্য ভ্যাকসিনটির দুটি ডোজ প্রয়োজন। তিন সপ্তাহের ব্যবধানের দুটি ডোজ দেয়া প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গবেষকরা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ দেয়ার এক সপ্তাহের মধ্যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর হয়।
ভ্যাসিন এবং করোনা নিয়ে ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে করোনার সংক্রমণ মোকাবিলা এবং ভ্যাকসিন প্রস্তুতে সমন্বয়ের কোনো বিকল্প নেই। তবে অবহেলার বা ক্ষমতা নিয়ে টানাটানিতে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন এই মার্কিন রোগ শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ।
এদিকে, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছেন, চলতি মাসের শেষদিকে ২ কোটি ডোজ পাওয়া যাবে। আর বছরের শেষ দিকে আরও দুই কোটি ডোজ ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে। যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, ৩ নভেম্বরের নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন পাবে আমেরিকানরা। তার বক্তব্যের এখনও প্রতিফলন দেখতে পায়নি মার্কিনিরা।
আগামীনিউজ/প্রভাত