ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট নভেম্বর ১, ২০২০, ০২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

ঢাকাঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের অস্থায়ী স্বাস্থ্যমন্ত্রী অ্যাডোয়ার্ডো পাজেলো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (৩১ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়েছেন। ।

পাজেলো বেশ কয়েকদিন আগেই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।গত ( ২১ অক্টোবর) তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতলে চিকিৎসাধীন। আজ তার আবারও করোনা টেস্ট করার কথা রয়েছে। তবে পাজেলোর স্বাস্থ্যের অবস্থা উন্নতি হয়েছে বলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 পাজেলোর করোনা শনাক্ত হওয়ার পরদিন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সঙ্গে হোটেলে সাক্ষাৎ হয়। সেখানে তারা দুজন মাস্ক না পরেই আলোচনা করছেন। এর আগে গত জুলায়ে ব্রাজিলের প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়েছিল। তিনি এখন করোনা থেকে সেরে উঠেছেন।

বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন। এছাড়া মারা গেছে ১ লাখ ৫৯ হাজার ৮৮৪ জন।

আগামীনিউজ/জেহিন