ঢাকাঃ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ৫ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। কাশ্মীরের সোপিয়ান এবং পুলওয়ামা জেলায় মঙ্গলবার পৃথক দুটি বন্দুকযুদ্ধে প্রাণহানির এ ঘটনা ঘটে।
কাশ্মীর পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সোমবার সন্ধ্যার দিকে সোপিয়ানের জৈনপুরার মেলহুরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ব্যাপারে গোপন সংবাদ পায় নিরাপত্তাবাহিনী। এরপর সেখানে অভিযান শুরু করেন তারা।
ওই কর্মকর্তা আরও বলেন, মেলহুরায় তল্লাশি অভিযানের সময় ‘সন্ত্রাসীরা’ নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে আইনশৃঙ্খলাবাহিনী পাল্টা গুলি ছুড়লে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়।
কাশ্মীর সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষের গোলাগুলিতে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়। পরে মঙ্গলবার সকালের দিকে গুলিতে আরও দুই ‘সন্ত্রাসীর’ প্রাণ যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল এবং একটি পিস্তলের পাশাপাশি আরও কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া পুলওয়ামা জেলার হারকিপোরা এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনীর পৃথক অভিযানে আরও তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের স্থান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।
আগামীনিউজ/জেহিন