যে কারণে ট্রাম্পের জয় চায় তালেবান

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১১, ২০২০, ১০:৩৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ আসন্ন মার্কিন নির্বাচনে বেশিরভাগ মানুষডোনাল্ড ট্রাম্পের হার চাইলেও আফগানিস্তানের তালেবান চাইছে তার জয়।

মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হওয়ায় তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এ আফগান গোষ্ঠী।

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘যখন আমরা ট্রাম্পের করোনাভাইরাস আক্রান্তের খবর শুনেছি, তখন আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। তবে এখন মনে হচ্ছে তিনি ভালো হয়ে উঠছেন।’

এদিকে ট্রাম্পের প্রতি তালেবানের সমর্থনের কারণে তার সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে বিবেচনা করে ট্রাম্প প্রচারণাশিবিরের মুখপাত্র টিম মুরতাউ বলেছেন, ‘তালেবানের জানা উচিত, প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো মূল্যে আমেরিকানদের স্বার্থ নিশ্চিত করবেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে পাঁচ হাজারের কম।

আগামী (২৫ ডিসেম্বর) বড়দিনের আগে তাদের দেশে ফিরে আনার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও’ব্রায়েন বলেন মার্কিনিদের ঘরে ফিরে আসা প্রয়োজন। তালেবানের সঙ্গে চুক্তি আফগানদেরই করতে হবে বলেও তিনি জানান।

আগামীনিউজ/জেহিন