ঢাকাঃ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের এক বিজেপি নেতাকে নিজের বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বন্দুকধারীরা গুলিতে ঝাঁঝরা করে দেয় তাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূপিন্দর সিং নামে ওই বিজেপি নেতা বাদগাম জেলার খাগ ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি কাশ্মীরে বেশ কয়েকজন বিজেপি নেতাকে হত্যা করা হয়। এজন্য নিরাপত্তা বাড়িয়ে তাকে দু’জন দেহরক্ষী দেয়া হয়েছিল প্রশাসন থেকে।
বুধবার খাগ থানায় তিনি নিরাপত্তারক্ষীদের ছেড় শ্রীনগরের আলুচিবাগে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে যান। পরে গ্রামে নিজের বাড়িতে ঢোকার মুখেই তাকে ঘিরে ধরে গুলি চালায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাদগাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগরে নিজের বাড়ির পরিবর্তে নিজের পৈত্রিক গ্রাম দালওয়াশের দিকে রওনা দেন তিনি। তবে এ নিয়ে পুলিশকে কিছুই জানাননি ভূপিন্দর।
চলতি বছর কাশ্মীরে বিজেপির নেতাদের একাধিকবার নিশানা করেছে বন্দুকধারীরা। গত ৬ অগাস্ট কাজিগুন্ডে সরপঞ্চ সাজ্জাদ আহমেদকে গুলি করে মারে তারা। এর আগে গত জুলাই মাসে বিজেপি নেতা সেখ ওয়াসিম বারিকে তার বাবা ও ভাই-সহ বান্দিপোরায় খুন করে হামলাকারীরা।
আগামীনিউজ/জেহিন