যুক্তরাষ্ট্রে

অনিয়ন্ত্রিত দাবানলে ক্যালিফোর্নিয়ার বনভূমি

আর্ন্তজাতিক ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২০, ০৪:০০ পিএম
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রঃ রেকর্ড পরিমাণ ২০ লাখ একর বনভূমি পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে, এমনই তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বন বিভাগ।

গতকাল সোমবার ( ০৭ সেপ্টেম্বর ) জানিয়েছে সে দেশের বন বিভাগ জানায়, ধ্বংসের ঝুঁকি বেশি থাকায় রাজ্যের দক্ষিণাঞ্চলের অর্ধেকজুড়ে থাকা আটটি জাতীয় বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারির করেছে তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরেও এমনটি বলা হয়।

কর্মকর্তারা বলছেন, এল ডোরাদোতে এক পার্টি থেকে শুরু হওয়া একটি দাবানলে এক স্থানেই পুড়ে গেছে সাত হাজার একরের বেশি জায়গা। বর্তমানে রেকর্ড তাপপ্রবাহের মুখে রয়েছে ক্যালিফোর্নিয়া। 

গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত প্রায় এক হাজারটি দাবানলের কবলে পড়েছে মার্কিন অঙ্গরাজ্যটি। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু হয় এসব অগ্নিকাণ্ড।

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা আরো জানিয়েছেন, এই বছর দাবানলে কেবল কুড়ি লাখ একরের বনাঞ্চলই পুড়ে যায়নি, প্রাণ হারিয়েছে আট ব্যক্তি আর ধ্বংস হয়েছে অন্তত তিন হাজার তিনশ’ অবকাঠামো। এর আগে সর্বশেষ ২০১৮ সালে দাবানলে অঙ্গরাজ্যটির ১৯ লাখ ৯৬ হাজার একর বনভূমি পুড়ে যায়। ১৯৮৭ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সেটিই ছিলো সর্বোচ্চ।

এ বছর রেকর্ড পরিমাণ বনাঞ্চল পুড়ে যাওয়ার পরও অন্তত ২৪টি স্থানের দাবানল ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার ১৪ হাজারের বেশি অগ্নি নির্বাপণ কর্মী। এখন পর্যন্ত সবচেয়ে বড় দাবানলটি শুরু হয়েছে সেখানকার সিয়েরা পর্বতে গত শুক্রবার। আগুনে অঞ্চলটির প্রায় ৭৮ হাজার একর জায়গা পুড়ে যাওয়ার পরও সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সান ডিয়েগো উপত্যকায় দাবানলে পুড়ে গেছে দশ হাজার একরের বেশি জায়গা।

দাবানলের পাশাপাশি ক্যালিফোর্নিয়া এখন ভয়াবহ তাপপ্রবাহের মুখে রয়েছে। গত রবিবার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়। এদিন ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌছায় সেখানকার তাপমাত্রা। দেশটির আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিলেও সতর্ক করে দিয়ে জানিয়েছে, তীব্র বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে।

সাধারণ শুষ্ক গ্রীষ্মের পরে এখন ক্যালিফোর্নিয়া তপ্ত শরতের দিকে রয়েছে এবং এটি সাধারণত দাবানলের জন্য সবচেয়ে বিপজ্জনক সময়। অঙ্গরাজ্যটির ইতিহাসের তিনটি বড় দাবানলের মধ্যে দুটিতে এখন পুড়ছে সান ফ্রান্সিসকো উপকূলীয় এলাকা।

এদিকে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক অঙ্গরাজ্যের উত্তরের অর্ধেক অঞ্চলের প্রায় এক লাখ ৫৮ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেওয়ার প্রস্ততি নিচ্ছে। তাদের লাইন ও অন্য যন্ত্রপাতি নতুন করে দাবানলের সূত্রপাত ঘটাতে পারে এমন সম্ভাবনা কমাতে তারা এ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে।

আগামীনিউজ/মিথুন