মস্কোতে

ভারত -চীন প্রতিরক্ষামন্ত্রী বৈঠক

আর্ন্তজাতিক ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২০, ০১:০৭ পিএম
সংগৃহীত ছবি

মস্কোঃ শুরু হল ভারত - চীন সংঘাত মেটাতে প্রথম রাজনৈতিক উদ্যোগ। 

মস্কোর মেট্রোপোল হোটেলে  মুখোমুখি হলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংহে।

দুজনেই সাংহাই  কো-অপারেশন  ডিফেন্স মিনিস্টার সামিট উপলক্ষে মস্কোতে আছেন। বৈঠকটি হয় মূলত ফেংহের আগ্রহেই। কয়েকঘণ্টা ধরে চলা এই বৈঠকে সমাধান সূত্র না বের হলেও আগামী দশ সেপ্টেম্বর এই মস্কোতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং  উই এর বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করেছে বলে দিল্লির সাউথ ব্লকের চাইনিজ ডেস্কে খবর পৌঁছেছে। 

চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে দু' দেশের সেনার মে'র আগের অবস্থার স্টেটাসকোতে ফিরে যাওয়ার দাবি জানান রাজনাথ। তিনি উল্লেখ করেন চীনা সেনাদের আগ্রাসনের মনোবৃত্তির কথাও। এর আগে সাংহাই  কো-অপারেশন সামিটে ভাষণ দেয়ার সময় চীনের নাম উল্লেখ না করে রাজনাথ বলেন,  কোনও দেশের উচিত নয় সীমানা লঙ্ঘন করে অন্য দেশের ভূখন্ড অধিকার করা।

গত জুনে চীনা সেনারা ভারতের গালওয়ানে ভারত ভূখণ্ডে ঢুকে কুড়ি ভারতীয় সেনাকে হত্যা করে।  দু' দেশের মধ্যে সংঘর্ষ হয়।  গত ঊনত্রিশ ও ত্রিশ অগাস্ট চীনা সেনারা আবার প্যাংগং সো তে অনুপ্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ।  ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকটি নিয়ে দিল্লি খুব আশাবাদী না হলেও রাজনৈতিক সলতে পাকানোর কাজটি শুরু করতে পারে বলে তাদের ধারণা।

আগামীনিউজ/মিথুন