ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২০, ০১:০২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছে জানিয়ে পুলিশ বলেছে,  শুক্রবার (০৪ সেপ্টেম্বর) তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটে।

কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের মধ্যে আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কিনা বা নাকি অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

 দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এ ছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টায় এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো। 

আগামীনিউজ/জেহিন