ভারতে তোলপাড়

মোদির টুইটার হ্যাক, ত্রাণ সহায়তার অনুরোধ!

নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২০, ০৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

ঢাকাঃ  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। একাউন্ট হ্যাক করার পর তার ফলোয়ারদের কাছে ত্রাণের সহায়তা চেয়ে হ্যাকাররা বেশ কয়েকটি টুইট করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

হ্যাক হওয়া অ্যাকাউন্টটি ২০১১ সালের মে মাস থেকে ব্যবহার করছেন মোদি, সেখানে তার ২৫ লাখ ফলোয়ার রয়েছে। এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি টুইট করেছেন তিনি।

মোদির টুইটার হ্যাক হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেয়া হয়েছে।

এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, হ্যাকের ঘটনার পর প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে অর্থ পাঠানোর মাধ্যমে সহায়তা করতে টুইটে একাধিকবার অনুরোধ করা হয়েছে সবাইকে।

এই হ্যাকাররা ভারত নাকি ভারতের বাইরের কোন দেশের- সেসব কিছুই এখনও জানা যায়নি।

আগামীনিউজ/ড্যানি