জাপানের বিদায়ী প্রধানমন্ত্রীকে ‍‍`সর্বোচ্চ সম্মান‍‍` জানিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক আগস্ট ২৯, ২০২০, ১১:৩৭ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের পদত্যাগী প্রধানমন্ত্রী শিনজো আবেকে "সর্বোচ্চ সম্মান" জানিয়েছেন এবং তাকে "মহান বন্ধু” হিসেবে সম্মোধন করে তার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারের একটি প্রচারণা সমাবেশ থেকে ফিরে আসার সময়  সাংবাদিকদের বলেন, "আমি আমার খুব প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী শিনজো আবেকে আমার সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে চাই।"

ট্রাম্প বলেন, আমাদের দুই জনের মধ্যে দুর্দান্ত সম্পর্ক ছিল এবং তার পদত্যাগ ও শারীরিক অসুস্থতায় আমার খারাপ লাগছে। জাপানের প্রধনমন্ত্রী হিসেবে আবের চমৎকার মেয়াদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, আবে তার দেশকে খুব ভালোবাসত। তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। একই সঙ্গে আবের ভবিষ্যত এবং সু-স্বাস্থ্যের জন্য কামনা করেছেন। 

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনা শেষে ৬৫ বছর বয়সী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল শুক্রবার পদত্যাগের ঘোষণা করেছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ বলে জানিয়েছেন। সূত্র : ইয়ন

আগামীনিউজ/এসপি