খবর রয়টার্সের

ফিলিপাইনে জোড়া বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৫, ২০২০, ০১:১৮ পিএম
ছবি; রয়টার্স

ঢাকাঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণে সামরিক বাহিনীর বেশকিছু সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৭৫ জন।

দেশটির সেনাবাহিনী ও পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় বেলা ১২টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গি সংগঠন আইএস সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে এক ঘণ্টার ব্যবধানে এ জোড়া হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি ৬ জন বেসামরিক নাগরিক এবং একজন হামলাকারী। এছাড়াও ২৭ নিরাপত্তা কর্মী এবং ৪৮ বেসামরিক নাগরিক আহত হয়।

কর্মকর্তারা বলছেন, দুপুরের দিকে একটি চার্চে ওই বিস্ফোরণ হয়। এটি প্রথম বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রায় ৭০ মিটার দূরে অবস্থিত।

এ দিকে ভয়াবহ এই হামলার ঘটনায় এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ।

দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক বলেন, জোলায় বিস্ফোরণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আগামীনিউজ/এএইচ