সেনা হুমকি উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল বেলারুশের রাজধানী 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক আগস্ট ২৪, ২০২০, ০১:২৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : রোববার কয়েক হাজার বিক্ষোভকারী বেলারুশের রাজধানীতে সামরিক আদেশ অমান্য করে বিক্ষোভ করেছে। 

নতুন নির্বাচনের দাবি করে বিক্ষোভকারীরা বলছে, বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ করা উচিত। 

সেসময় মিনস্কের সড়কগুলোয় লাল এবং সাদা রঙে ছেয়ে যায়। বিক্ষোভকারীরা লুকাশেঙ্কোর প্রতিপক্ষের প্রতীক পতাকা বহন করে এবং তাকে ক্ষমতা ত্যাগ এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য স্লোগান দেয়।

জানা যায়, আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সেনা মোতায়েন করা হবে। গোলমাল করলে কড়া হাতে মোকাবিলা করা হবে। তা সত্ত্বেও বেলারুশের রাজধানী শহর মিনস্কে বিক্ষোভকারীদের ঢল নামে। তারা রাজধানীর উত্তর প্রান্তে মিনস্কের স্বাধীনতা প্রাসাদে লুকাশেঙ্কোর বাসভবনের দিকে যাত্রা করে এবং ছোট একটি দল প্রেসিডেন্ট ভবনের ১০ থেকে ২০ মিটারের মধ্যে পৌঁছে যায়।

প্রেসিডেন্টের ওই হুমকিকে উড়িয়ে দিয়ে এবারের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। তবে শেষ পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়নি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়নি।

সংবাদসংস্থা এপি-র হিসেবে, অন্ততপক্ষে লাখ দেড়েক লোক জমায়েত হয়েছিলেন ইন্ডিপেন্ডেন্টস স্কোয়ারে। দিন কয়েক আগে একবার লাখো লোকের জমায়ত হয়। এ বার আকারে সেই জমায়েতকেও ছাড়িয়ে গেছে।

ডয়েচে ভেলের প্রতিনিধি নিক কনোলি জানিয়েছেন, এটি বিশাল সমাবেশ ছিল। মাস কয়েক আগেও ভাবা যায়নি, বেলারুশে এত বড় বিক্ষোভ হতে পারে।

যে প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ, সেই প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এখনো তার মনোভাবে অনড়, দৃঢ়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা একটি ভিডিও আপলোড করেছে। যেখানে দেখা যাচ্ছে, লুকাশেঙ্কো প্রেসিডেন্ট হাউসের চত্বরে একটি হেলিকপ্টার থেকে নামলেন। তার হাতে কালাশনিকভ অটোমেটিক রাইফেল। নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানান লুকাশেঙ্কো।

রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, হেলিকপ্টারটি বের হওয়ার সময় প্রেসিডেন্টের উদ্যেশে বিক্ষোভকারীরা "কাপুরুষ" বলে চিৎকার করতে থাকে।

এক বিক্ষোভকারী জানিয়েছেন, ''লুকাশেঙ্কো ৮০ শতাংশ ভোট পেয়েছেন দেখে আমি অবাক। এটা মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে না। এই নির্বাচন একেবারেই অবাধ হয়নি। আমি ওদের ক্ষমা করতে পারব না।'' সূত্র : ইয়ন, ডয়েচে ভেলে

আগামীনিউজ/এসপি