মার্কিন নির্বাচনী জরিপে ট্রাম্পের জনসমর্থন বাড়ছে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক আগস্ট ১৮, ২০২০, ১০:১০ এএম
ফাইল ছবি

ঢাকা : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হঠাৎ করেই আগস্ট মাসের একটি জরিপের ফল ভিন্ন খবর দিচ্ছে। চলতি মাসে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও এসএসআরএস দ্বারা পরিচালিত এক জরিপে দেখা যায় মার্কিন জনসমর্থনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান কমেছে। 

এর পাশাপাশি জরিপে দেখা যাচ্ছে, বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসের প্রতি জনপ্রিয়তা বেশিরভাগ ইতিবাচক। এতে নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেন-কমলা জুটির পক্ষে ৫০ শতাংশের সমর্থন রয়েছে। ট্রাম্প-পেন্স জুটির পক্ষে এই সমর্থন ৪৬ শতাংশ।

এছাড়াও বেশিরভাগ ভোটার অর্থাৎ শতকরা ৫৩ জন এই বছরের নির্বাচনে ভোট দেয়ার বিষয়ে অত্যন্ত উৎসাহী যা ২০০৩ সালের পর এবার সর্বোচ্চ বলে জরিপে জানা গেছে।

জনমত জরিপে দেখা যাচ্ছে, গত জুন থেকেই বাইডেনের তুলনায় ট্রাম্পের জনমর্থন বাড়তে শুরু করে। নির্বাচনের দিন যত কাছে আসছে ততই ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে বলেই প্রমাণ মিলছে ওই জরিপে।

জরিপ প্রতিবেদনে বলা হচ্ছে, ভোট দিতে অতি আগ্রহী ভোটারদের মধ্যে বারাক ওবামা প্রশাসনে আট বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো বাইডেনের পক্ষে আছেন ৫৩ শতাংশ, আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছেন ৪৬ শতাংশ। এতে দেখা যাচ্ছে, এই দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ব্যবধানটা অনেক কমে এসেছে।

যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র ১ শতাংশে নেমে এসেছে। বাইডেনকে পক্ষে সমর্থন ৪৯ শতাংশের আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪৮ শতাংশ; অথচ জুনে স্বতন্ত্র ভোটারদের মধ্যে বাইডেনের পক্ষে ছিল ৫২ শতাংশ, আর ট্রাম্পের পক্ষে ছিল ৪১ শতাংশ।

জরিপে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থক ১২ শতাংশ ও বাইডেনের ৭ শতাংশ ভোটার বলেছেন, নভেম্বর নাগাদ এই পছন্দ বা মানসিকতা পরিবর্তনও হয়ে যেতে পারে। ফলে এই অবস্থার যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে। সূত্র : সিএনএন

 

আগামীনিউজ/এসপি