১০ রাজ্য কোভিড-১৯ ঠেকাতে পারলেই জিতবে ভারত : প্রধানমন্ত্রী মোদী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক আগস্ট ১২, ২০২০, ০৮:৩৫ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা : ভারতের যে ১০ টি রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে, সেই রাজ্যগুলোতে যদি কোনওভাবে করোনাকে বাগ মানানো যায় তবে ভারত কোভিড যুদ্ধে জিততে পারবে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

গতকাল মঙ্গলবার ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী বলেন, দেশে করোনা সংক্রমণ রোখা যাচ্ছে না, বরং গত কয়েকদিনে বিশ্বের সব দেশকে দৈনিক সংক্রমণের হিসাবে ছাড়িয়ে গেছে ভারত। এই অবস্থায় কীভাবে করোনার মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করেন 

প্রধানমন্ত্রীর সঙ্গে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, পঞ্জাব, তামিলনাড়ু, কর্নাটক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

এর আগেও দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর সপ্তম বৈঠক।

গত মাস থেকেই লকডাউন তুলে নেয়ার ৩য় পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশ। কিন্তু দেখা যাচ্ছে, লকডাউনের বিধিনিষেধ লঘু করার সঙ্গে সঙ্গেই অত্যন্ত দ্রুত হারে করোনা ছড়াচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রেহাই পাননি করোনা সংক্রমণ থেকে। এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন গেরুয়া দলের আরও বেশ কয়েকজন নেতা-মন্ত্রীও। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মোদী সরকারের।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি করোনা সংক্রমিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাদের চিহ্নিত করা হয় তবে সেই রোগীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। 

এদিকে করোনার প্রকোপের মধ্যেই নতুন সঙ্কট দেশের বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতি। সোমবার তাই প্রধানমন্ত্রী মোদী অসম, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক এবং কেরল এই ৬টি রাজ্যের বন্যা-পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন।

ওয়ার্ল্ডোমিটারের করোনা পরিসংখ্যানে, ভারতে এ সময় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৮ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ১৮৮ জন। সূত্র : এনডিটিভি

 

আগামীনিউজ/এসপি