আফগানিস্তানে ৪শ’ তালেবানকে মুক্তি দিচ্ছে সরকার 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক আগস্ট ১০, ২০২০, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : আফগানিস্তানে প্রায় দুই দশকের যুদ্ধাবসানে শান্তি আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে ৪০০ ‘কট্টর’ তালেবান বন্দিকে মুক্তি দিতে রোববার একমত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের এই বছরে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের দেশে ফেরাতে একটি চুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের চাপের মুখে আফগান আইনসভা ‘লয়া জিরগা’ রোববার এই তালেবান বন্দিদের মুক্তির অনুমোদন দিয়েছে।

আফগানিস্তানে শান্তি আলোচনা শুরুর জন্য তালেবান গোষ্ঠী তাদের এই সদস্যদের মুক্তি দেয়ার শর্ত দিয়েছিল সরকারকে।

লয়া জিরগার এক বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনায় বাধা অপসারণ, শান্তি প্রক্রিয়া শুরু এবং রক্তপাতের অবসান ঘটাতে লয়া জিরগা ৪০০ তালেবান বন্দি মুক্তির অনুমোদন দিয়েছে।”

এর কিছুক্ষণ পরই আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, “আমি আজ ৪শ’ তালেবানের মুক্তির নির্দেশে সই করব।”

এ ৪০০ তালেবানের মুক্তির মধ্য দিয়ে গোষ্ঠীটির দাবি অনুযায়ী তাদের ৫ হাজার বন্দির সবাইকে মুক্তি দেয়ার ব্যাপারে সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ হবে।

তালেবান জঙ্গি এবং আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা এ সপ্তাহেই দোহায় শুরু হবে বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা।

আফগানিস্তানের প্রেসিডেন্ট গনি তালেবান জঙ্গি গোষ্ঠীকে এই আলোচনার আগে পূর্ণ অস্ত্রবিরতি করার প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : রয়টার্স

 

আগামীনিউজ/এসপি