যুক্তরাষ্ট্রে একদিনে আরও ৬১ হাজারের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক জুলাই ১৫, ২০২০, ০২:৩৭ পিএম

ঢাকা : কোভিড-১৯ এ সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে তারমধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা কমার কোনও লক্ষণই নেই, বরং প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৪৮ জন। অপরদিকে একদিনেই মারা গেছে আরও ৮২৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৪৫ হাজার ২৫৭ জন এবং ওই সময় পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ১৪৫ জন। 
বিশ্বে করোনার আরও ভয়াবহ অবস্থায় পড়বে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি করে বলেছে করোনা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেয়া জরুরি।

যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিশেষজ্ঞ ডা. ফাউচি সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে কঠোর পদক্ষেপ না নিলে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে পারে।  
করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস এবং নিউ জার্সি।

এদিকে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় সেখানে আবারও কড়াকড়ি জারি করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজন এক জরুরি ঘোষণায় জানিয়েছেন যে, তাৎক্ষণিকভাবে সব ধরনের রেস্টুরেন্ট, বার, বিনোদনকেন্দ্র,

চিড়িয়াখানা ও জাদুঘর বন্ধ রাখতে হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের এই অঙ্গরাজ্যের চার্চ, জিম, সেলুনও বন্ধ করে দেয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে বিশ্বে এ সময় পর্যন্ত কেরানায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৮৮১ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮১ হাজার ৫৬১ জন। সূত্র : সিএনএন

 

আগামীনিউজ/এসপি