ঢাকা: বিয়ের ঠিক একদিনের মাথায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বর। আর এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া ১১১ অতিথির করোনা শনাক্ত হয়েছে।
ভারত সরকার করোনা ঠেকাতে সর্বোচ্চ ৫০ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান করার নিয়ম করলেও ১৫ই জুন পাটনার পালিগঞ্জ এলাকায় ধুমধাম করেই হয় বিয়ের অনুষ্ঠান। যোগ দেন সাড়ে তিনশতর বেশি অতিথি।
বিয়ের আগেই ডায়রিয়া নিয়ে হাসপাতালে চিকিৎসা নেন বর। অসুস্থতা থাকলেও পরিবারের সদস্যরা জোর করে তাকে বিয়েতে উপস্থিত হতে বাধ্য করে। অনুষ্ঠানের পর দিনই করোনা উপসর্গ নিয়ে বরের মৃত্যু হলে আতঙ্ক তৈরি হয়।
বরের মৃত্যুর পর একে একে ১৫ অতিথি আক্রান্ত হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি পাটনা জেলা প্রশাসককে ফোন ব্যাপারটি জানান। পরে ২৪ থেকে ২৬শে জুন বিশেষ ক্যাম্প করে সব অতিথির করোনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত বিয়ের অনুষ্ঠান এবং বরের শেষকৃত্যে অংশ নেয়া প্রায় ৪শ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/এমআর