ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার করতে পারেননি কোনো বিজ্ঞানী। বিশ্বের হাজার হাজার গবেষক দিনরাত চেষ্টা করছেন এর প্রতিষেধক আবিষ্কার করার। এখনো পর্যন্ত সারা বিশ্বে প্রায় সাড়ে ৪ লাখ ৬৬ হাজার মানুষের প্রাণ গেছে এই ভাইরাসে। এ সময়ে ভারতের চেন্নাইয়ের বিজ্ঞানী ড. কে সুন্দর কৃষ্ণা চাঞ্চল্যকর দাবি করেছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এই বিজ্ঞানী বলছেন সূর্যগ্রহণের সঙ্গে নাকি এই ভাইরাসের সরাসরি সম্পর্ক রয়েছে।
তিনি দাবি করেন, ২৬ ডিসেম্বরে হয় সূর্যগ্রহণ এবং সেই দিন থেকে শুরু হয় করোনার প্রাদুর্ভাব। অর্থাৎ এই দুয়ের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। আজ (২১ জুন) সূর্যগ্রহণের পর এই পৃথিবী থেকে কমতে শুরু করবে করোনার প্রকোপ। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তিনি আরো বলেন, চীনে প্রথম করোনার মিউটেশন লক্ষ্য করা গিয়েছে, যা সাধারণ প্রক্রিয়া। যদিও এই নিয়ে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। তবে এই মিউটেশন জেনে বুঝেও করা হতে পারে বলে কিছুটা অভিযোগেরও সুর এই বিজ্ঞানীর।
ডঃ কৃষ্ণার দাবি, এটি একটি মহাজাগতিক প্রক্রিয়া, সূর্যের আলো এবং গ্রহণের ফলে যা সাধারণভাবেই সেরে যেতে পারে। তাই আগামী গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলে অনেকটা কমে যেতে পারে করোনার প্রকোপ। সূত্র: হিন্দুস্তান টাইমস
আগামীনিউজ/এমআর