করোনামুক্ত রাখতে পুতিনের বাসভবনে জীবাণুনাশক ট্যানেল তৈরি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক জুন ১৭, ২০২০, ০৯:২০ পিএম

ঢাকা :  রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে করোনা থেকে সুরক্ষা দেয়ার জন্য তার সরকারি বাসভবনে জীবাণুনাশক বিশেষ ট্যানেল তৈরি করা হয়েছে। মস্কোর নোভো ওগারিওভোয় পুতিনের বাসভবনে কেমন করে ট্যানেল তৈরি করা হয়েছে মঙ্গলবার তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম রিয়া নোভোস্টি।

বিশ্বে করোনা আক্রান্তর দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে পুতিনের দেশ রাশিয়া। মহামারী করোনা ভাইরাস যেন প্রেসিডেন্টকে আক্রান্ত করতে না পারে তার জন্য এই বিশেষ ব্যবস্থা। পুতিনের সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে গেলে সেই ট্যানেলের মধ্য দিয়ে যেতে হবে।

বিশেষ এই ট্যানেলটি তৈরি করেছে পেনজা শহরের একটি রাশিয়ান কোম্পানি। ওই সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে মাস্ক পরা লোকজন স্যানিটাইজ ট্যানেলের মধ্য দিয়ে গিয়ে পুতিনের নবো-অগারেভো বাসভবনে ঢুকছেন। স্যানিটাইজ ট্যানেলের মধ্যে প্রবেশকারীদের চারিদিকে জীবানুনাশক ছড়িয়ে দেয়া হচ্ছে। 

গত এপ্রিল মাসে পুতিনের মুখপাত্র দেমিস্ত্রি পেসকোভ জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে দেখা করা একজন করোনা শনাক্ত হয়েছেন। এক মাস আগে পেসকভ নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। 

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, রাশিয়ায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৭ হাজার ৮৪৩ জন।

আগামীনিউজ/ শাহনাজ