হ্যান্ড স্যানিটাইজারে বিপদের কথা বলছেন ভারতের গোয়েন্দারা

আর্ন্তজাতিক ডেস্ক জুন ১৬, ২০২০, ১১:৫৪ এএম
প্রতীকী ছবি

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮১ লাখ ১৮ হাজার ছয়শ ৭১ জন এবং মারা গেছে চার লাখ ৩৯ হাজার একশ ৯৬ জন। কিন্তু এখন পর্যন্ত করোনার চিকিৎসা পদ্ধতি কিংবা কোনো টিকা উদ্ভাবন করতে পারেননি গবেষকরা। সে কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে, বারবার হাত ধুয়ে, মাস্ক ব্যবহার করে এবং চোখে-মুখে ও নাকে হাত না দেওয়ার মাধ্যমে করোনাকে দূরে রাখার চেষ্টা চলছে বিশ্বজুড়ে।

করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার এখন অনেক দামি জিনিস। সংক্রমণ রুখতে তরলটির জুড়ি মেলা ভার। কিন্তু এবার সেই স্যানিটাইজার নিয়েই আশঙ্কার কথা শোনাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গোয়েন্দারা সতর্ক করেছেন, মারাত্মক রাসায়নিক দিয়ে তৈরি নকল স্যানিটাইজারে ছেয়ে গেছে ভারতের বাজার। সেসব নকল পণ্য ব্যবহারে হতে পারে ভয়ঙ্কর বিপদ।সিবিআই জানিয়েছে, বিষাক্ত মিথানল দিয়ে তৈরি নকল স্যানিটাইজার দিব্বি বইক্র হচ্ছে বাজারে। অতিরিক্ত মুনাফার লোভে কয়েকটি অসাধু সংস্থা সেগুলো তৈরি করছে। এ বিষয়ে সিবিআইকে বেশ কিছু তথ্য দিয়েছে ইন্টারপোল। ইন্টারপোল জানিয়েছে, বেশ কয়েকটি দেশে নকল স্যানিটাইজার বাজারে চলে এসেছে। সেগুলো তৈরি করতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। যা জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ভারতেও এ ধরনের কার্যকলাপ চলছে।

সিবিআই আরো জানিয়েছে, এবার পিপিই বা স্যানিটাইজার বিক্রির নামে অনলাইনে ফাঁদ পেতেছে কয়েকটি অসাধু চক্র। গ্রাহকদের থেকে অনলাইনে টাকা নিয়ে সামগ্রী দিচ্ছে না তারা। তাদের দেওয়া ফোন নম্বরে ফোন করলেও কোনো জবাব মিলছে না। এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

আগামীনিউজ/জেএস