র্দীঘ ১৪ ঘণ্টার চেষ্টায় নিভেছে ফ্রান্সের পরমাণু সাবমেরিনের আগুন

আর্ন্তজাতিক ডেস্ক জুন ১৩, ২০২০, ০৭:১৮ পিএম
সংগৃহীত ছবি

ভূমধ্যসাগরের তুলোন বন্দরে অবস্থানরত ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙ্গর করা ছিল।এ বন্দরটি হচ্ছে ফ্রান্সের নৌ বাহিনীর জন্য সবচেয়ে বড় ঘাঁটি। দমকল কর্মীদের ১৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, কী কারণে এই সাবমেরিনে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। ১৯৯০ সালে ফ্রান্স এই পরমাণু শক্তিচালিত সাবমেরিনটি চালু করে এবং ১৯৯৩ সালে সক্রিয়ভাবে নৌবাহিনীতে যুক্ত হয়।

আগামীনিউজ/জেএস