করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ভারতের মধ্যপ্রদেশের সেই ‘কিসিং বাবা’। কয়েকদিন আগে ভক্তদের হতে চুমু খেয়ে করোনা সারিয়ে দেওয়ার দাবি করেছিলেন তিনি। কিন্তু মারণ ভাইরাসের হাতেই প্রাণ দিতে হয়েছে তাকে।ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মধ্যপ্রদেশের রতলাম জেলায় ৮৫ জন মানুষের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে ১৯ জন সরাসরি ওই ‘বাবা’র সংস্পর্শে এসেছিলেন। তাদের হতে চুমুও খেয়েছিলেন ওই সন্ন্যাসী। এমন ঘটনায় রতলামের নয়াপুরা এলাকায়, যেখানে ‘বাবা’র ডেরা ছিল, রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ‘বাবা’র প্রয়াণে, চুম্বন যে করোনা সারায় না তা বুঝতে পেরেছেন ভক্তরা। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে।
‘বাবা’র শরীর থেকে মারণ জীবাণুটি ছড়িয়ে পড়েছে অন্যদের শরীরে। রতলামের নোডাল কর্মকর্তা চিকিৎসক প্রমোদ প্রজাপতি জানান, জুন মাসের ৪ তারিখ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই সন্ন্যাসীর। তার সংস্পর্শে আসা বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আগামীনিউজ/জেএস