লকডাউন শিথিল করছে ভারত

আর্ন্তজাতিক ডেস্ক জুন ৫, ২০২০, ০৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

শপিং মল, হোটেল-রেস্তোরাঁ ও উপাসনালয় খোলার অনুমতি দিয়ে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে ভারত। সেক্ষেত্রে আট জুন থেকে কার্যকর হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন বিধিমালা।
ছয় ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজের মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে পথেঘাটে কফ-থুথু ফেলা। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী বা অসুস্থদের জন্য নিতে হবে বিশেষ ব্যবস্থা।
এছাড়া, শপিংমল ও রেস্তোরাঁর বাইরে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। উপসনালয়ে প্রবেশের আগে হাত-পা ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেয়া হয়েছে। স্পর্শ এড়াতে প্রসাদ বণ্টনের বিষয়েও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
ভারতে বৃহস্পতিবারও নয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয় করোনায়। দেশটিতে কোভিড নাইনটিনে মোট ছয় হাজার তিনশ মানুষ মারা গেছেন। আক্রান্ত সোয়া দুই লাখ।
 

আগামীনিউজ/জেএস