ইউরোপে সবার আগে করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত হয়েছিল ইতালি। সবার আগে লকডাউনও জারি করেছিল তারা। তবে গত কয়েকদিনে করোনার প্রকোপ কমে আসায় আগামী ৪ মে থেকে ব্যবসাপ্রতিষ্ঠান এবং সেপ্টেম্বর মাসে স্কুলগুলো ফের চালু করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ।
রোববার স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ৪ মে প্রস্তুতকারক থেকে শুরু করে নির্মাণ শিল্পের একটা বড় অংশ ফের চালু করার বিষয়ে আমরা কাজ করছি।
তিনি জানান, প্রতিষ্ঠান চালুর আগে কর্তৃপক্ষকে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তবে, ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই খুলে দেয়ার সম্ভাবনা নেই বলেও জানান ইতালীয় প্রধানমন্ত্রী। তার মতে, ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থায় ভালো কাজ হচ্ছে। সে কারণে করোনার ঝুঁকি পুরোপুরি যাওয়ার পর আগামী সেপ্টেম্বরের দিকে স্কুলগুলো ফের খুলে দেয়া হতে পারে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইতালিতে এ পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজারেরও বেশি, যা গোটা ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রেই এরচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
আগামী নিউজ/ তাওসিফ