মরণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবা

বিদেশে বাংলাদেশির মৃত্যু ১০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৭, ২০২০, ০৯:৪০ এএম

ঢাকা: মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে বিদেশে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন। অন্য ২ জন মারা গেছেন স্পেন ও​ কানাডায়। করোনাভাইরাসে আক্রান্ত নতুন ১৩ জনসহ এ পর্যন্ত ১১ দেশে ১১২ প্রবাসীর মৃত্যু হলো।

স্পেনে গত রোববার ৬৭ বছরের এক বাংলাদেশি মারা গেছেন। কানাডার টরন্টোতে রোববার যে বাংলাদেশি মারা গেছেন, তিনিও সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৭৬, যুক্তরাজ্যে ২০, ইতালি ও সৌদি আরবে ৩ জন করে, স্পেন, কানাডা ও কাতারে ২ জন করে এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন দেশে করোনাভাইরাসে অন্তত ৫০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আগামী নিউজ/বাবুল