করোনা শূন্যে নেমে আসলো উহানে 

আর্ন্তজাতিক ডেস্ক মার্চ ১৯, ২০২০, ১০:৪৯ এএম

ঢাকা: বিশ্বব্যাপী মহাবিপর্যয়ে নেমেছে মারণঘাতী করোনাভাইরাস। চীনকে মৃত্যুপুরী বানিয়েছে। তবে নতুন খবর হলো গত তিন মাসে এ প্রথমবারের মতো করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলো না চীনের হুবেই প্রদেশে। অঞ্চলটির রাজধানী উহান থেকেই ডিসেম্বরের শেষের দিকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উহান শহরসহ পুরো হুবেই প্রদেশে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনাভাইরাস গত ডিসেম্বর থেকে ছড়ানোর পর এই প্রথম এই হুবেই প্রদেশসহ উহানে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে আসলো।

তবে গত ২৪ ঘণ্টায় হুবেই প্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এদিকে হুবেইতে কেউ আক্রান্ত না হলেও দেশটির কয়েকটি প্রদেশে নতুন করে কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮১০ জনে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজারেরও বেশি। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ।

আগামীনিউজ/মিজান