ইতালিতে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৩, ২০২০, ০১:০৭ পিএম
ইতালিতে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

ঢাকা :  চীন ও দক্ষিণ কোরিয়ায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসলেও ইতালিতে বেড়েই চলছে প্রাণহানি। ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ১৮৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৬ জনে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উহানে করোনা ছড়ানোর পেছনে মার্কিন সেনাবাহিনীর হাত থাকতে পারে।

ইতালিতে নতুন আক্রান্ত আড়াই হাজার। দেশটির বড় শহরগুলো অনেকটাই ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। 

ইরানে আরো ৭৫ জন মারা গেছে মৃতের সংখ্যা ৪শ ছাড়িয়েছে। স্পেনে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩৭ জনের। দেশটিতে এখন মৃতের সংখ্যা ৮৪। যুক্তরাজ্যে মারা গেছে ১০ জন। যুক্তরাষ্ট্রে সেলফ আইসোলেশনে ৪ কংগ্রেসম্যান।

ভারত, গ্রিস, অস্ট্রিয়া ও আলজেরিয়ায় প্রথম একজন করে মারা গেছে। আগামী ৫ দিন সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর।

তুরস্ক, বেলজিয়াম, কোস্টারিকা ও পর্তুগালে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান ও নাইট ক্লাব। বুলগেরিয়ায় জারি হয়েছে জরুরি অবস্থা।

আগামীনিউজ/হাসি