ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপসহ এশিয়া ও আফ্রিকা থেকে বারোটি দেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এসব দেশ ভ্রমণ বন্ধ করেছে সৌদি সরকার।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুন করে দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ দুই জনের মধ্যে একজন ১২ বছর বয়সী তরুণী আছে। সে সম্প্রতি ইরাক ভ্রমণ করে এসেছে। সে তার দাদার কাছ থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ তরুণীর দাদা কিছুদিন আগে ইরান ভ্রমণ করেছেন।
এছাড়া আক্রান্ত ২১ জন মিশর থেকে এসেছেন। তবে আক্রান্ত ৪৫ জনের মধ্যে একজন সুস্থ হয়েছেন।
ইউরোপসহ ভ্রমণ বন্ধ হওয়া ১২টি দেশ হলো- সুইজারল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, কেনিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া।
সৌদি সরকার থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে। এ সকল দেশে অবস্থানরত সৌদি নাগরিকদের ভ্রমণ বন্ধ করার আগে কমপক্ষে ৭২ ঘণ্টা সময়ের মধ্যে সৌদিতে আসার আহ্বান জানানো হচ্ছে।
আগামীনিউজ/হাসি