করোনাভাইরাস : জরুরি অবস্থা ঘোষণার চিন্তা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১০, ২০২০, ০৪:৪১ পিএম

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা বিবেচনা করছে। ইসরাইলের জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এমন পদক্ষেপের মাধ্যমে সরকার করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ের ব্যাপারে সুবিধাজনক অবস্থায় থাকবে। গিলাদ এরদান পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে একটি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘আমরা বর্তমানে করোনাভাইরাস এবং জটিল রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। এ অবস্থা আরো দীর্ঘদিন বিরাজ করবে।’

গিলাদ এরদান বলেন, তিনি এরইমধ্যে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের দেখা-সাক্ষাৎ বন্ধের নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করেন।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাইরে থেকে ইসরাইলে প্রবেশ করা যেকোনো ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারান্টাইনে রাখা হবে। বৃহস্পতিবার থেকে বিদেশিদের জন্য এ ব্যবস্থা কার্যকর করা হবে।

গত রোববার ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডে এ পর্যন্ত ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া ৮০ হাজারের বেশি ইসরাইলি বর্তমানে কোয়ারান্টাইনে রয়েছে। এর আগে করোনাভাইরাসের আতঙ্কে ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিল করেছে।

আগামীনিউজ/হাসি