ঢাকা : পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে বন্দুকধারীর হামলায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। মালি বর্ডারের কাছে ইয়াতেঙ্গা প্রদেশে কিছু অজ্ঞাত বন্দুকধারী সেখানে আক্রমণ চালায়। পশ্চিম আফ্রিকার এই শহরটিতে বিগত বছরের মধ্যে এটি একটি ভয়াবহ হামলা।
এ ব্যাপারে সরকারি এক বিবৃতিতে বলা হয়, উত্তরাঞ্চলের অন্তত দুটি গ্রামে আক্রমণের উদ্দেশ্য ছিলো হামলাকারীদের। রবিবার (৮ মার্চ ) দিনগুইলা ও বারগা গ্রামে আক্রমণ চালানো হয়। এতে প্রাণ হারায় ৪৩ জন।
পরে গ্রামবাসীর নিরাপত্তায় সামরিক বাহিনী নামানো হয়। আহতদের পার্শ্ববর্তী কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিবৃতিতে কোনো দলকে দায়ী করা হয়নি এবং কেউ হামলার দায়ও স্বীকার করেনি।
আগামীনিউজ/হাসি