করোনায় প্রাণহানি বেড়ে ৩৬০০, নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৮, ২০২০, ০৯:১৯ এএম

ঢাকা : বিশ্বজুরে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্বব্যাপী ১০৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। একদিনেই মারা গেছেন ৪৯জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭। আক্রান্ত সাড়ে চার হাজারের বেশি। আক্রান্তের মধ্যে দেশটির শীর্ষ পর্যায়ের এক রাজনীতিকও রয়েছেন।  

এছাড়াও ইরানে আরেক সংসদ সদস্যসহ নতুন করে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৫।

এদিকে, চীনের ফুঝিয়ান প্রদেশের কোয়ানজো শহরে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহৃত একটি হোটেল ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে।

অন্যদিকে, প্রাণঘাতী করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরুরি অবস্থা ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। 

সংবাদ সম্মেলনে এন্ড্রু কুমো জানান, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১ জনই নিউইয়র্ক শহরের বাসিন্দা। এছাড়াও সব মিলিয়ে ওয়েস্টার্ন কাউন্টিতে ৫৭ জন, নাসাউ কাউন্টিতে ৪ জন, রকল্যান্ড কাউন্টিতে ২ জন ও সারাতোগা কাউন্টিতে ২ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতা হিসেবে নিউইয়র্কের সব স্কুল বন্ধেরও ঘোষণা দিয়েছেন কুমো। আগামী ১৪ মার্চ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে বাইরে থেকে আগত অতিথিদের প্রবেশাধিকারেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামীনিউজ/মিজান